(((((
আমরা প্রতিনিওত নেট ব্যাবহার করি কিন্তু আমরা কি জানি আমরা কতখানি সুরক্ষিত ? আসুন জানি আমরা কি সুরক্ষিত নাকি অসুরক্ষিত।
আমাদের সব সময় নজরে থাকি। হ্যাঁ গোঁটা দুনিয়া থেকে আমাদের নজরে রাখা হচ্ছে আমরা কি করে না করি আমদের চলাফেরা, আমাদের অভ্যাস এবং পরিচয়। আমরা হইত ভাবতে পারি যে আমরা তো কোন দোষ করিনাই তাহলে আমাদের কেন নজরে রাখা হবে ? রাখা হবে বড় বড় কম্পানিগুলোকে বা বড় বড় অপরাধিদেরকে। কিন্তু না অবাক হবার জন্য তৈরি হন।
আমরা কিছু পর্বের আমাদের কিভাবে আড়ালে রাখতে হবে টা আলোচনার মাধমে তা তুলে ধরবো ।
১। প্রাইভেট মোড
আমদের ব্রাউজারের একটি ব্যবন্থা আছে যার নাম প্রাইভেট মোড এটি প্রায় প্রতিটি ব্রাউজারেই আছে। যেমন মোজিলা, গুগল ক্রোম বা চরম, সাফারি, অপেরা, আর আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার তো আছেই। এতে আমাদের ব্রাউজারের কোন কুকি তৈরি হইনা এবং এটা কোন রেকর্ড জমা রাখে না । তবে এটা আমাদের সম্পূর্ণ আড়ালে করে না । যে কেউ আমাদের আইপির মাধ্যমে খুজে পেতে পারে ।
২। মেইল সার্ভিসে অ্যাড-অন্স দিয়ে নিরাপত্তা
আমরা সাধারনত ইয়াহু বা জিমেইল ব্যাবহার করি তাই নয় কি ? আমাদের মেইলগুলো কি সুরক্ষিত ভাবে যাই নাকি আমাদের মেইলগুলো একটি অসুরক্ষিত ভাবে প্রেরিত হই ? আমরা এর জন্য মেইল্ভেলপ (Mailvelop) ব্যাবহার করতে পারি । যা আমাদের মেইলগুলোকে সুরক্ষার সাথে পাঠাতে সাহায্য করবে অথবা ব্যাবহার করতে পারি সিকুএরমেইল (Securemail) যা জিমেইল এর জন্য সবচেয়ে ভাল । এটি ব্যাবহার করে পাঠানো মেইল কে পড়ার জন্য যাকে পাঠানো হবে তাকেও এই অ্যাড-অন্স থাকতে হবে ।
))))))))
আবারে দেখা হবে পরবর্তী পর্বে । সে পর্যন্ত ভাল থাকবেন ।